ওয়াটসন ও ডুপ্লেসিস ঝড়ে জয়ে ফিরল ধোনির চেন্নাই

অমিয় রায়
ওয়াটসন ও ডুপ্লেসিসের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনেই রীতিমতো উড়ে গেল রাহুলের কিংস ইলেভেন। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৭৯ রান তাড়া করতে নেমে ১০ উইকেটে জয় চেন্নাই সুপার কিংসের। অবশেষে রানে ফিরলেন ওয়াটসন। ব্যাটে এদিন ৫৩ বলে ৮৩ রান করে ম্যাচ জিতিয়ে মাঠে ছাড়লেন ওয়াটসন। অজি ক্রিকেটারের ওপেনিং সঙ্গী ফ্যাফ ডুপ্লেসিস ৫৩ বলে ৮৭ রান হাঁকিয়েছেন। তিন ম্যাচ পর আইপিএল ২০২০-তে জয় পেয়ে নতুন লাইফ লাইন পেল সিএসকে।
চেন্নাই ১০ উইকেটে জয় ছিনিয়ে নেওয়ার পর ৬ নম্বরে উঠে এলে চেন্নাই এবং এই হারের পর ৮ নম্বরে নেমে গেল কিংস ইলেভেন পঞ্জাব। এই নিয়ে দ্বিতীয় বার আইপিএলে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। ২০১৩ সালে কিংস ইলেভেন পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়েছিল সিএসকে। এদিন প্রথমে ব্যাট করে পঞ্জাব। লোকেশ রাহুল এদিন ৫২ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। এদিন ১৮ ওভার পর্যন্ত পঞ্জাবের হয়ে ব্যাটিং করেন রাহুল। রাহুলের ৬৩ বাদ দিলে, মায়াঙ্ক ২৬ ও মনদীপ ২৭ রান হাঁকান। রাহুল ৭টি চার ও ১টি ছক্কার ইনিংস সাজান। ১৭ বলে ৩৩ রানের মারকাটারি ব্যাটিং নিকোলাস পুরানের।
Comments are closed.