হায়দরাবাদকে হারিয়ে লড়াইয়ে টিকে রইল ধোনির দল
অমিয় রায়
এদিন হেরে গেলে প্লে অফের দৌড় থেকে ছিটকেই যেতে সময় হত ধোনিদের। মঙ্গলবার লড়াই করে হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে ২ পয়েন্ট ঘরে তুলল চেন্নাই। আইপিএলের পয়েন্ট টেবলে ছয়ে উঠে এল তিন বারের চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে চেন্নাই তোলে ৬ উইকেটে ১৬৭ রান। এ বারের আইপিএলে আগের ম্যাচগুলোয় রান তাড়া করতেই দেখা গিয়েছে চেন্নাইকে। এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। ওপেনিং জুটিতে পরিবর্তন এনে চমক দেয় চেন্নাই। ফ্যাফ দু’ প্লেসির সঙ্গে ওপেন করতে নামেন শ্যাম কারেন। শেন ওয়াটসনকে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামিয়ে আনা হয়। অম্বাতি রায়ুডু ও ওয়াটসন ৮১ রানের পার্টনারশিপ গড়েন। দু’জনেই জমে গিয়েছিলেন। সেট হয়ে যাওয়ার পরে রায়ুডু ৩৪ বলে ৪১ রানে আউট হন। রায়ুডুর মতোই ফুলটস বলে মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়াটসন (৪২)।
জবাবে ব্যাট করতে নেমে ওয়ার্নারের দল থামল ১৪৭ রানে। কেন উইলিয়ামসন হায়দরাবাদকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। দ্রুত রান তুলতে গিয়ে কিউয়ি তারকা ৫৭ রানে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়লেন। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে চাপে ছিল চেন্নাই। হায়দরাবাদকে হারিয়ে সেই চাপ অনেকটাই কাটাল তারা।
Comments are closed.