পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চরণজিৎ সিং চান্নি
নিজস্ব সংবাদদাতা : পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চরণজিৎ সিং চান্নি। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ চণ্ডীগড়ে রাজভবনে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে চান্নিকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিং সিধু। তবে শপথগ্রহণ অনুষ্ঠানে আসেননি সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। পঞ্জাবের ১৬তম মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি শপথ নিয়ে জানিয়েছেন, ক্যাপ্টেনের সঙ্গে তিনি দেখা করবেন।
৫৪ বছরের চরণজিৎ সিং চান্নিই হলেন পঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী। এর আগে তিনি ছিলেন পঞ্জাবের কারিগরি ও শিক্ষামন্ত্রী। চামকৌর সাহিব থেকে তিনবার বিধায়ক চান্নি পঞ্জাব বিধানসভায় বিরোধী দলনেতাও ছিলেন। পাশাপাশি এদিন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখজিন্দর রানধাওয়া এবং ব্রাহম মহিন্দ্রা। শপথ নিয়ে নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বলেন, ‘ক্যাপ্টেনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাই।’ পাশাপাশি তিনি জানান রাজ্যের কৃষকদের সঙ্গে কথা বলে অভাব অভিযোগ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করবেন আগামী দিনে।
Comments are closed.