‘চা কাকু’ আজ কোভিড ভলেন্টিয়ার! নিলেন ভ্যাকসিনের প্রথম ডোজ

নিজস্ব সংবাদদাতা : যাদবপুরের শ্রীকলোনির মৃদুল দেবকে কি মনে আছে? আপনাদের ঠিকই মনে আছে। তবে মৃদুল দেব হিসেবে নয়, ‘চা কাকু’ হিসেবে। ভারতে করোনা ভাইরাস আগমনের গোড়ার দিকে জনতা কারফিউ-এর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রাস্তায় সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন মৃদুল। তারপরের ঘটনা তো সবার মুখে মুখে। এক সচেতন মহিলার করা ভিডিওতে দেখা গিয়েছিল সকাল সকাল চায়ের দোকানে চা-প্রেমীদের ভিড়। নিয়ম ভঙ্গ করে চা খেতে আসায় প্রশ্ন করতেই ভিড়ের মধ্যে থেকে গায়ে লাল গামছা জড়ানো মোটা গোঁফের এক ব্যক্তি জবাব দেয়, ‘আমরা কি চা খাব না, খাব না আমরা চা?’ ব্যস, নেট দুনিয়ায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে করুণ সুরের ওই উত্তরটি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরই দিন-আনা দিন-খাওয়া মৃদুল দেব সবার কাছে পরিচিত হয় ‘চা কাকু’ নামে।
পেশায় দিনমজুর ‘চা কাকু’র সংসারে টানাটানির খবরে পাশে এসে দাঁড়ান বহু হিতাকাঙ্ক্ষী। এগিয়ে আসেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীও। তাঁর সারা জীবনের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন সাংসদ। এখনও পর্যন্ত তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন মিমি চক্রবর্তী।
সেদিনের নিষেধাজ্ঞা উড়িয়ে কলকাতার রাস্তায় চায়ের দোকানে চা খেতে যাওয়া দিনমজুর ‘চা কাকু’ মৃদুল দেব আজ একজন কোভিড ভলেন্টিয়ার। বিশেষভাবে সাহায্য করছেন করোনা আক্রান্তদের। এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন বাংলার মহারাজ। সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন মৃদুল দেব। সরকারি নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে যিনি একদিন পথে নেমে ভাইরাল হয়েছিলেন, সেই ‘চা কাকু’ই আজ সমাজের কাছে দৃষ্টান্ত। করোনা মহামারীতে প্রথম সারির কোভিড যোদ্ধা মৃদুল দেবকে কুর্নিশ জানিয়েছেন নেট-নাগরিকরা।
Comments are closed.