Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্রাণবায়ুর অভাবে ধুঁকছে দেশ, পিএম কেয়ারস থেকে ৫৫১টি অক্সিজেন প্ল্যান্ট কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে অক্সিজেনের যোগান ঠিক রাখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এবার পিএম কেয়ারস ফান্ডের টাকায় দেশজুড়ে তৈরি হবে ৫৫১টি অক্সিজেন প্ল্যান্ট। রবিবার ট্যুইট করে কেন্দ্রের সিদ্ধান্তের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মোদি জানান, পিএম কেয়ার্স ফান্ডের টাকা থেকে জেলায় জেলায় অক্সিজেন কারখানা গড়ে তোলা হবে।

- Sponsored -

পিএমও সূত্রে জানা গেছে, পিএম কেয়ার্স থেকে ২০১ কোটি টাকা ব্যবহারের মঞ্জুরি দিয়েছে সরকার। যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন প্ল্যান্টগুলি তৈরি করার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘এই প্রোজেক্টের ফলে জেলা স্তরেও মানুষও উপকৃত হবেন। অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল সংলগ্ন এলাকাই আদর্শ জায়গা।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.