Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

২১ জুন  থেকে ১৮ ঊর্ধ্বদের জন্য রাজ্যগুলিকে বিনামূল্যে টিকা, ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮-র ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা। ২১ জুন থেকে হবে টিকাকরণ। রাজ্যগুলিকে টিকা কিনে দেবে কেন্দ্র। জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী এদিন ভাষণের শুরুতেই বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে ভারত। অন্যান্য দেশের মতো ভারতও কঠিন পরিস্থিতির সম্মুখীন। গত ১০০ বছরে সবচেয়ে বড় মহামারী করোনা। বহু মানুষ প্রিয়জনকে হারিয়েছেন। তাঁদের প্রতি সমবেদনা।’

- Sponsored -

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবথেকে বড় হাতিয়ার করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলা। দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের চাহিদা অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছিল। ভারতের ইতিহাসে এতবড় অক্সিজেনের চাহিদা হয়নি। সেখানে অক্সিজেন উৎপাদন ১০ গুণ বাড়িয়েছি আমরা। এখন অক্সিজেন রেল চলছে। বিমানে অক্সিজেন এসেছে। দেশে স্বাস্থ্য ক্ষেত্রে গত দেড় বছরে নয়া পরিকাঠামো গড়ে উঠেছে।’

করোনা ভাইরাসে টিকাকরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘টিকাকরণ সম্পূর্ণ করতে মিশন ইন্দ্রধনুশ শুরু করেছিলাম আমরা। আগে দেশে আগে মাত্র ৬০ শতাংশ মানুষের টিকাকরণ হত। সেখানে দেশে ২৩ কোটি মানুষকে এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়ে গিয়েছে। টিকাকরণের শতাংশ এখন ৯০ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে।’

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘দেশে টিকার চাহিদার থেকে উৎপাদনকারী সংস্থার সংখ্যা কম। তবুও আমরা কম সময়ের মধ্যে অনেকটা লক্ষ্য পূর্ণ করেছি। গতবছর এপ্রিলে আমরা টিকা টাস্ক ফোর্স তৈরি করেছি। এই সরকার টিকাকরণের গতি বাড়িয়েছে। আমরা ভারতের টিকাকরণের অভিযানে নতুন টিকা যুক্ত করেছি। আমরা শিশুদের, দরিদ্র মানুষদের টিকাকরণের ব্যবস্থা করেছে সরকার।’

এর পাশাপাশি গরিব কল্যাণ অন্ন যোজনায় আগামী নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথাও ঘোষণা করলেন নরেন্দ্র মোদি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.