Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জিএসটি-র ক্ষতিপূরণ না দেওয়া কেন্দ্রের বিশ্বাসঘাতকতা, তোপ সনিয়ার

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

রাজ্যগুলিকে জিএসটি-র ক্ষতিপূরণ না দেওয়া কেন্দ্রের বিশ্বাসঘাতকতার থেকে কম কিছু নয়, বলে মন্তব্য করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। বুধবার কংগ্রেস-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও।

এদিনের বৈঠকে সনিয়া গান্ধি বলেন, “তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হচ্ছে সংসদের অধিবেশন, এই পরিস্থিতিতে কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে একাধিক বিষয় রয়েছে। আমার মনে হয়, আমাদের মধ্যে আলোচনা হওয়া দরকার, যাতে সমন্বয়ের মাধ্যমে আমরা এগোতে পারি। ক্ষতিপূরণ একটি বড় ইস্যু। সংসদে পাস হওয়া আইন অনুযায়ী সময়মতো জিএসটি ক্ষতিপূরণ রাজ্যগুলিকে দেওয়া হয়। অথচ, সেটা হচ্ছে না। ফলে বকেয়া বাড়ছে এবং রাজ্যগুলির কোষাগারে টান পড়ছে।”

- Sponsored -

কংগ্রেস সভানেত্রী আরও বলেন, “২০২০-এর ১১ অগস্ট অর্থমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে, অর্থনৈতিক বিষয়ক সচিব জানান, বর্তমান পরিস্থিতিতে ১৪ শতাংশ বাধ্যতামূলক ক্ষতিপূরণ দেওয়ার মতো পরিস্থিতিতে নেই কেন্দ্র। এইভাবে ক্ষতিপূরণ না দেওয়া মোদি সরকারের বিশ্বাসঘাতকতা, রাজ্যগুলির সঙ্গে এবং ভারতবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা।” যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর অংশ হিসেবে জিএসটি চালু করা হয়েছে বলে মন্তব্য করে কংগ্রেস সভানেত্রী বলেন, দেশের বৃহত্তর স্বার্থে রাজ্যগুলি করের ক্ষেত্রে তাদের সাংবিধানিক অধিকার ছেড়েছে বলেই জিএসটি লাগু করা গিয়েছে। কৃষি বিপণনের ক্ষেত্রে রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করে অধ্যাদেশ জারি করা হইযাছে বলে মন্তব্য করে enviornment impact assesment 2020-র বিজ্ঞপ্তিকে গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেন কংগ্রেস সভানেত্রী। যে সমস্ত সরকারি সংস্থা সম্পদ তৈরি করে সেগুলিকে বেসরকারি হতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ৬টি বিমানবন্দর এবং রেল বেসরকারিকরণ করা হয়েছে। দেশের নয়া শিক্ষানীতিকে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার অন্তরায় বলেও দাবি করে সনিয়া গান্ধি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.