অক্সিজেন সংকট কাটাতে বড় সিদ্ধান্ত, আমদানি ও স্বাস্থ্য শুল্কে ছাড় কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতা : দেশের অক্সিজেন সংকট কাটাতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ঠিক হয় করোনাকালে সিলিন্ডারে আমদানি ও স্বাস্থ্য শুল্কে ছাড় দেওয়া হবে। অক্সিজেন ছাড়াও বিদেশ থেকে আমদানি করা করোনার টিকার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।
এই ছাড়ের আওতায় রয়েছে চিকিৎসার কাজে ব্যবহৃত অক্সিজেন, অক্সিজেন কনসেনট্রেটর, ফ্লো মিটার, রেগুলেটর, কানেক্টর-সহ একাধিক সরঞ্জাম। বৈঠকে ঠিক হয় অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রে ১২ শতাংশ পণ্য পরিসেবা করের পুরোটাই ছাড় দেওয়া হবে। আপাতত আগামী ৩ মাস পর্যন্ত বলবৎ থাকবে এই ছাড়।
Comments are closed.