Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কৃষকদের বিক্ষোভ প্রত্যাহারের আবেদন কেন্দ্রের, ৩ ডিসেম্বর আলোচনার প্রস্তাব

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

অবশেষে কৃষকদের প্রবল বিক্ষোভের মুখে আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। বিক্ষোভরত কৃষকদের আন্দোলন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। কৃষকদের উদ্দেশে তিনি বলেন, “কৃষকদের সঙ্গে কেন্দ্র সবসময়ই আলোচনায় রাজি। ৩ ডিসেম্বর কৃষক সংগঠনগুলিকে আমরা আরেকবার আলোচনার জন্য ডেকেছি‌। করোনা ভাইরাস এবং শীতের জন্য আমরা তাঁদের বিক্ষোভ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।” এদিন উত্তরপ্রদেশের পশ্চিমাংশ থেকে দিল্লি রওনা হন ভারতীয় কিষাণ ইউনিয়নের সদস্যরা। মেরঠ, মোজাফফরনগর, বাগপত, গৌতমবুদ্ধ নগর থেকে বহু কৃষক গ্রেটার নয়ডা পৌঁছান‌ সেখানেই তাঁদের আটকে দেয় পুলিশ।

- Sponsored -

কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে ট্যুইট করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। একইসঙ্গে কৃষক আন্দোলনকে সমর্থন করে আম আদমি পার্টিও। তার আগে বৃহস্পতিবার হরিয়ানা সীমানায় পুলিশের সঙ্গে বিক্ষোভরত কৃষকদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশের ব্যারিকেড তুলে নদীর জলে ফেলে দেওয়া হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে। তবে কোনওভাবেই তাঁদের দিল্লি অভিযান আটকানো যায়নি‌। মধ্যরাতে তাঁদের উপর ফের জলকামান প্রয়োগ করা হয়। কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার থেকেই সরব হয় কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। শুক্রবার আন্দোলনকারী কৃষকদের দিল্লিতে ঢোকার অনুমতি দেওয়া হয়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.