১৪টি রাজ্যকে রাজস্ব ঘাটতি খাতে ৬ হাজার ১৯৫ কোটি অনুদান কেন্দ্রের
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
১৫তম অর্থ কমিশনের সুপারিশ মেনে ১৪টি রাজ্যকে রাজস্ব ঘাটতি খাতে ৬ হাজার ১৯৫ দশমিক ০৮ কোটি টাকা দিলে কেন্দ্রীয় সরকার। করোনা ভাইরাস লকডাউন পরিস্থিতিতে এই অর্থ রাজ্যগুলির অতিরিক্ত ভাণ্ডার হিসেবে কাজ করবে। এমনটাই জানিয়ে শুক্রবার ট্যুইট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। “১৫তম অর্থ কমিশনের সুপারিশ মেনে ২০ সেপ্টেম্বর ২০২০-তে ১৪টি রাজ্যের জন্য ষষ্ঠ কিস্তি হিসাবে পোস্ট ডেভলিউশন রেভিনিউ ডেফিসিট গ্র্যান্ড খাতে ৬ হাজার ১৯৫ দশমিক ০৮ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। এটি করোনার সময়ে তাদের অতিরিক্ত অর্থ হিসেবে কাজ করবে।”
The government on September 10, 2020 released Rs 6,195.08 crore to 14 states as the sixth equated monthly instalment of the Post Devolution Revenue Deficit Grant as recommended by the 15th Finance Commission. This would provide them additional resources during the Corona crisis. pic.twitter.com/18PW6eqgnn
— NSitharamanOffice (@nsitharamanoffc) September 11, 2020
৫ সেপ্টেম্বর ১৫তম অর্থ কমিশনের অর্থনৈতিক উপদেষ্টা কমিটি কেন্দ্রীয় সরকারকে ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবর্ষকে আগামী চার বছরের থেকে আলাদা করে বিবেচনার পরামর্শ দেয়। জিএসটি নিয়ে রাজ্যের চিঠির পরেই এই পরামর্শ দেয় তারা।
Comments are closed.