ফের আলাপনকে চিঠি কেন্দ্রের, এক মাসের মধ্যে উত্তর না দিলে ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি দিল কেন্দ্র সরকার। আলাপনের বিরুদ্ধে কেন্দ্রের মূল অভিযোগ, কলাইকুণ্ডায় ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে তিনি উপস্থিত না থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে গিয়ে সরকারি প্রোটোকল ভঙ্গ করেছেন। এ ব্যাপারেই কঠোর শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় সরকার৷ ৩০ দিনের মধ্যে এই চিঠির জবাব না দিলে আলাপনের বিরুদ্ধে একতরফা ভাবে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলেও কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রক থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
আলাপনকে এর আগে আরও একটি চিঠি দিয়ে কেন্দ্র সরকার জানতে চায়, কেন তিনি প্রধানমন্ত্রীর বৈঠক বয়কট করেছেন? সেই চিঠির জবাবি চিঠি আলাপন পাঠায় কর্মিবর্গ দফতরে। তাঁর সেই চিঠির জবাবে সন্তুষ্ট না হওয়ায় কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের তরফে আবারও একটি কড়া চিঠি পাঠানো হয়েছে। যেখানে সার্ভিস রুলের ৮ নম্বর ধারা উল্লেখ করে জানানো হয়েছে তিনি শৃঙ্খলাভঙ্গ করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে আত্মপক্ষ সমর্থনের জন্য একমাসের সময় দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যর প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ৩০ দিনের মধ্যে তাঁকে জানাতে হবে, তিনি সশরীরে এই তদন্ত প্রক্রিয়ার সম্মুখীন হবেন কিনা। জবাব না এলে প্রাক্তন মুখ্যসচিবকে না জানিয়েই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পিছপাও হবে না কেন্দ্রীয় সরকার বলে চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
চিঠিতে ১৬ জুন তারিখ উল্লেখ থাকলেও সেটি সোমবার এসে পৌঁছেছে আলাপনের হাতে। এই ৩০ দিনের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় সামনাসামনি গিয়েও জানাতে পারেন, কেন তাঁকে শাস্তি দেওয়া উচিত নয়। এছাড়া লিখিতভাবেও নিজের বক্তব্য জানাতে পারেন আলাপন। কিন্তু, ৩০ দিনের মধ্যে উত্তর না দিলে তাঁর বিরুদ্ধে গঠিত কমিটি কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এখন দেখার প্রাক্তন মুখ্যসচিব কীভাবে এই ঘটনার মোকাবিলা করেন।
Comments are closed.