Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত করতে রাজি কেন্দ্র

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

কৃষি আইন বাতিল করতে রাজি না হলেও আপাতত কিছুটা পিছু হটতে হল মোদি সরকারকে। গত বাদল অধিবেশনে আনা কৃষি সংস্কার তিনটি আইন দেড় বছরের জন্য স্থগিত করতে রাজি হল কেন্দ্রীয় সরকার। যদিও এখনও প্রতিক্রিয়া জানায়নি কৃষক সংগঠনগুলি। সরকারের তরফে দেওয়া প্রস্তাব ভেবে দেখা হবে বলে জানিয়ে দিলেন কৃষক নেতারা।

গত সপ্তাহে সুপ্রিম কোর্ট তিন কৃষি আইন কার্যকর করায় স্থগিতাদেশ দেয়। পাশাপাশি কৃষকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি কমিটিও গঠন করে শীর্ষ আদালত। যদিও তারা কমিটির কাছে যাবে না বলে জানিয়ে দেয় কৃষক সংগঠনগুলি। তাদের অভিযোগ কৃষকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছে তার সদস্যরাই অতীতে কৃষি আইন কার্যকর করার পক্ষে সওয়াল করেছিলেন। ইতিমধ্যেই নবম দফায় বৈঠক সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সরকার কৃষি সংস্কার সংক্রান্ত তিনটি আইনে কিছু সংশোধনী আনতে রাজি হয়েছে। যদিও কোনও সংশোধনী নয়, তিন কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক নেতারা। এমনকী ২৬ জানুয়ারি দিল্লিতে ট্রাক্টর মিছিলের ডাক দেওয়া হয়েছে। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতের তরফে কোনও স্পষ্ট রায় না দিয়ে বিষয়টি দিল্লি পুলিশের হাতে ছেড়ে দেওয়া হয়। কৃষকদের দাবি, দিল্লিতে নয়, কেবলমাত্র সীমানায় ট্রাক্টর মিছিল করার কর্মসূচি নেওয়া হয়েছে।

- Sponsored -

আজ দশম দফায় বৈঠকের পর ভারতীয় কিসান ইউনিয়নের তরফে যোগিন্দর সিং উগ্রহন বলেন, “সরকার দেড় বছরের জন্য আইন স্থগিত করার প্রস্তাব দিয়েছে। আমরা সেই প্রস্তাব প্রত্যাখান করেছি, যদিও এটা সরকারের তরফে এসেছে, আমরা আগামিকাল নিজেদের মধ্যে বৈঠক করব এবং বিষয়টি নিয়ে আলোচনা করব।”

কৃষক নেতারা জানিয়েছেন, এমএসপি নিয়ে আলোচনা করতে চাইছে না কেন্দ্রীয় সরকার। সংশোধনী প্রস্তাব মানতে নারাজ কৃষকরা। ২২ জানুয়ারি পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে। সেদিন আবারও কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসবেন কৃষক নেতারা। আর আগে নিজেদের মধ্যে আলোচনা করবেন কৃষক সংগঠনের নেতারা। ২২ জানুয়ারি বৈঠকে সরকারের প্রস্তাব নিয়ে তাদের অবস্থান জানানো হবে বলে এদিন জানিয়েছে কৃষক সংগঠনগুলি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.