ইস্টবেঙ্গল কর্ণের ন্যায় বীর, আইএসএলের ইস্টবেঙ্গলকে দরকার! বার্তা সুভাষের
সৌরভ রায়
শতবর্ষের ইস্টবেঙ্গল যেন বিবর্ণ। কারণ চলতি বছরে পাশের গঙ্গাপাড়ের ক্লাব যেখানে এটিকের সঙ্গে সংযুক্তিকরণ করে আইএসএলে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে, সেখানে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সব সম্ভাবনাই প্রায় শেষ। করোনা পরিস্থিতিতে আড়ম্বর সহকারে ক্লাবের জন্মদিন পালন সম্ভব না হলেও, মোহনবাগান দিবসে সারাদিন অনলাইনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মোহনকর্তারা। তবে শনিবার ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠান সেই অর্থে অনেকটাই পিছিয়ে ছিল।
Congratulations to @eastbengalfc & its fans for completing 100 years today. Your glorious legacy is an envy for football clubs around the world.
"১০০ বছর ধরে, মাঠ কাঁপাচ্ছে যে দল,
লাল-হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল"#EastBengalClub https://t.co/vAAmcGmMqo— Mamata Banerjee (@MamataOfficial) August 1, 2020
সকালে পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শুরু করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবকর্তাদের পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া শনিবার সন্ধ্যায় ক্লাবের শতবর্ষের ইতিহাস নিয়ে অনলাইনে আলোচনা সভায় অংশ নেন বাইচুং ভুটিয়া, শান্তিরঞ্জন দাশগুপ্ত, এআইএফএফ-এর সাধারণ সম্পাদক কুশল দাস-সহ একাধিক ফুটবল জগতের তারকারা।
এদিন ইস্টবেঙ্গল সমর্থকদের চাঙ্গা করতে হাল ধরলেন সুভাষ ভৌমিক। ফুটবলার এবং কোচ হিসেবে নিজের সেরা সময় কাটিয়েছেন লাল-হলুদ জার্সিতে। নিজেকে বরাবর ইস্টবেঙ্গলিয়ান বলতে গর্ববোধ করেন সুভাষ ভৌমিক। শতবর্ষে ইস্টবেঙ্গলের ISL-এ খেলার সম্ভাবনা কোথায় দাঁড়িয়ে তা নিয়ে সদস্য সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। সমর্থকদের মানসিকতা বুঝতে পেরে আজ সুভাষ ভৌমিক বলেন, ‘ইস্টবেঙ্গলের মুকুটে যে সাফল্য রয়েছে তার অর্ধেক যদি অন্য ক্লাব করতে পারে তাহলে বুঝব। ISL, ISL করে মাথা ঠোকার দরকার নেই। আইলিগ খেলবে লাল-হলুদ। ISL-এর ইস্টবেঙ্গলকে দরকার। ইস্টবেঙ্গলের ISL-কে দরকার নেই। কুরুক্ষেত্রে কর্ণ নিয়তির শিকার হয়েছিলেন। বীর হয়েও নিয়তির হাত থেকে রেহাই পাননি। বীর যোদ্ধা কর্ণ, অর্জুন নন। সেরকমই ইস্টবেঙ্গলের কাছে ISL-কে আসতে হবে। কারণ ইস্টবেঙ্গল বীর,’ মন্তব্য আশিয়ান জয়ী কোচের। একই সঙ্গে ক্লাবের বিপদে সদস্য সমর্থকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। প্রয়োজনে অর্থ সাহায্য করার কথাও বলেন বর্ষীয়ান কোচ।
অন্যদিকে ইস্টবেঙ্গল দিবসে লাল-হলুদ ক্লাবকে শতবর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তিনি লেখেন, ‘একশোর বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল-হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল’।
Comments are closed.