Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

নয়াগ্রামে মেদিনীপুর ক্যুইজ কেন্দ্রের নবম প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা: অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নবম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নানা কর্মসূচি অনুষ্ঠিত হল দিনভর। মঙ্গলবার এই উপলক্ষে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সুবর্ণরেখা নদীর তীরে জঙ্গলকন্যা সেতু সংলগ্ন ডাহি প্রাকৃতিক উদ্যানে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সহযোগিতায় রক্তদান শিবির-সহ নানা সমাজসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন স্বর্গীয় ভোলানাথ পতির স্মৃতিতে উৎসর্গীকৃত এই রক্তদান শিবিরে ১৫ জন মহিলা-সহ মোট ৩৬ জন রক্তদান করেন। এদের মধ্যে ২০ জন রক্তদাতাই প্রথমবার রক্ত দিলেন এবং তাঁদের বেশিরভাগই স্থানীয় জনজাতি অধ্যুষিত এবং আর্থিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকা এলাকার বাসিন্দা।

- Sponsored -

রক্তদানে অংশ নেন ক্যুইজ কেন্দ্রের সদস্য-সদস্যারাও।রক্ত সংগ্রহ করেন নয়াগ্রাম ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। এর পাশাপাশি এদিন এলাকায় মানুষদের আর্থিক স্বনির্ভরতার লক্ষে মাছ ধরার জাল, শালপাতার থালাবাটি তৈরি করার মেশিন, নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং শিশুদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। এরই সাথে এন আর সিং মেমোরিয়াল রুরাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি এস পি সুব্রত মণ্ডল, বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য, ক্যুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিংকু চক্রবর্তী, সম্পাদক সুজন বেরা, প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.