সাড়ম্বরে পালিত আন্তর্জাতিক আদিবাসী দিবস

নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক আদিবাসী দিবস (International Day of the World’s Indigenous Peoples) আজ বিশ্বের অন্যান্য দেশের মতো পশ্চিমবঙ্গের নানান জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হবে দিবসটি। এই দিনে বিশ্বের বিভিন্ন দেশের অধিকারবঞ্চিত আদিবাসীরা জীবনধারা, মৌলিক অধিকার ও মানবাধিকার, আদিবাসী গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির স্বীকৃতির দাবিতে সোচ্চার হন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ জঙ্গলমহলের নানান জায়গায় তাদের অধিকার আদায় ও স্বীকৃতির জন্য বিশেষ অনুষ্ঠানে সামিল হয় আদিবাসীরা।
রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বিশেষ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হল কোলাঘাট রবীন্দ্র ভবনে। জাতীয় পতাকা ও আদিবাসী সমাজের নিজস্ব পতাকা উত্তোলনের পরই শুরু হয় বিশেষ এই অনুষ্ঠান। আলোচনার পাশাপাশি চলে ধামসা-মাদল নিয়ে নাচ ও গানের মাধ্যমে আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মণ্ডল, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া, সহ-সভাপতি রাজকুমার কুণ্ডু, কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ, বিটহাউস থানার আইসি, ভারত জাকাত মাঝি পারগনা মহলের স্নেহাশিস হেমব্রম-সহ আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট মানুষজনেরা।
Comments are closed.