হাতরাসকাণ্ডে তদন্তভার নিল সিবিআই
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
হাতরাসকাণ্ডে উত্তরপ্রদেশ পুলিশের থেকে তদন্তের দায়িত্বভার নিল সিবিআই।
হাতরাসে দলিত তরুণীকে গণধর্ষণের পর খুনের ঘটনায় উত্তাল হয় দেশ। এমনকী গভীর রাতে নির্যাতিতার পরিবারকে না জানিয়েই পুলিশের বিরুদ্ধে দাহ করার অভিযোগে ফুঁসে ওঠে গোটা দেশ। প্রতিবাদ আছড়ে পড়ে রাজধানী দিল্লিতেও।
সংবাদমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীদের হাতরাস যেতে না দেওয়ার প্রতিবাদ চাপ সৃষ্টি করে লখনউয়ের সন্ন্যাসী রাজার ওপর। যদিও তরুণীকে ধর্ষণ করা হয়নি বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করে পুলিশ। ফলে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়ে যোগী আদিত্যনাথ প্রশাসন। এমনকী তাঁর পদত্যাগের দাবি ওঠে। তারপরেই হঠাৎ করে সিবিআই তদন্তের সুপারিশ করেন তিনি।
যদিও বিরোধীদের দাবি, এটি রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয়। কেন সিবিআই এখনও তদন্তভার নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন ওঠে। তার মধ্যেই শনিবার তদন্তভার গ্রহণের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Comments are closed.