বীরভূমে ভোটের আগেই নড়েচড়ে বসল সিবিআই, গরু পাচার কাণ্ডে তলব অনুব্রতকে

নিজস্ব সংবাদদাতা : গরু পাচার কাণ্ডে তলব অনুব্রত মণ্ডল। ২৭ এপ্রিল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ সিবিআই-এর। বীরভূমে ভোটের দু’দিন আগে জেলা সভাপতির তলবকে রাজনৈতিক অভিসন্ধি বলেই দাবি তৃণমূলের। অনুব্রতকে তলব প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি বলে দিয়েছি, একদম কোথাও যাবি না। নির্বাচন শেষ হবে তারপর যাবি।’
সিবিআইয়ের দাবি, গরুপাচারকাণ্ডে সাক্ষীদের বয়ানে অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত ও তাঁর সঙ্গীকে তলব করা হয়েছে। এদিকে সিবিআইয়ের নোটিস পাওয়ার পরেই সময় চেয়ে অনুব্রত মণ্ডলের তরফে পাল্টা ই-মেল করে জানানো হয়েছে, আগামী ২৯ তারিখ বীরভূমে ভোট থাকায় তিনি ব্যস্ত রয়েছেন৷
Comments are closed.