কয়লা কাণ্ডে রাজ্যের ৩০টি জায়গায় তল্লাশি সিবিআইয়ের
নিজস্ব সংবাদদাতা: কয়লা কাণ্ডে রাজ্যের ৩০টি জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কয়লা পাচার কাণ্ডে প্রধান অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার পুরুলিয়ার বাড়িতে তল্লাশির পাশাপাশি আসানসোল, পুরুলিয়া, দুর্গাপুর, রানিগঞ্জ ও বর্ধমানে চলল তল্লাশি। এদিন নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের মোট ২২টি দল তদন্তে বের হয়। প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
কয়লা পাচার কাণ্ডের আয়কর দপ্তর বেশ কিছু তথ্য প্রমাণ জোগাড় করে। এই নথিপত্রের হাতে যায় সিবিআইয়ের। এরপরই জোরদার তদন্তে নামে সিবিআই। এরপরই রহস্য আরও গাঢ় হয়। সল্টলেকে লালার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। শেক্সপিয়র সরণিতে লালার ফ্ল্যাট সিল করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, কয়লা পাচারের সময় গরু পাচারে অভিযুক্ত এনামুলের সঙ্গে পরিচয় হয় লালার। এনামুলের সাহায্য নিয়েই মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গে, এমনকী প্রতিবেশী রাজ্যগুলিতে অবাধে চলত কয়লা পাচার। কেন্দ্রীয় গোয়েন্দাদের মতে, এই চোরাচালানে রাজনৈতিক যোগ রয়েছে।
Comments are closed.