পিসি সরকার (জুনিয়র)-এর বাড়িতে সিবিআই তল্লাশি

নিজস্ব সংবাদদাতা: চিটফান্ড কাণ্ডে এবার পিসি সরকার (জুনিয়র)-এর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। মুকুন্দপুরের পূর্বালোকের বাড়িতে সকাল সাড়ে ১১টা নাগাদ তল্লাশি শুরু করে গোয়েন্দারা। চিটফান্ড সংস্থা টাওয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন পিসি সরকার। তাঁর সঙ্গে টাওয়ার গ্রুপের ব্যবসায়ীক লেনদেন সম্পর্কের হদিশ পেতেই অভিযান সিবিআই-এর বলে জানা গেছে। তবে কেন এই তল্লাশি তা অবশ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে বলা হয়নি।
এদিন টাওয়ার গ্রুপের আর্থিক তছরূপ মামলায় শহরের চারটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে একটি হল এই জাদুকর পরিবারের বাড়ি। সূত্রের খবর, টাওয়ার গোষ্ঠীর সঙ্গে একটি রেস্তরাঁ নিয়ে পিসি সরকার (জুনিয়র)-এর ব্যবসায়িক চুক্তি হয়েছিল। যা কিনা কোটি টাকার অঙ্কে। সেই বড় অঙ্কের টাকার হদিস পেতেই অভিযান চালায় সিবিআই। তবে এ বিষয়ে মুখ খোলেননি পিসি সরকার (জুনিয়র)-এর বাড়ির লোকজনেরা।
Comments are closed.