কয়লা-কাণ্ডে রুজিরাকে সওয়া ১ ঘণ্টা জেরা, বয়ান পর্যালোচনার পরই পরবর্তী পদক্ষেপ সিবিআই-এর

নিজস্ব সংবাদদাতা : রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রায় সওয়া ১ ঘণ্টা জেরা করল সিবিআই। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ স্ত্রী রুজিরার সঙ্গে প্রায় সওয়া ১ ঘণ্টা কথা বলে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। কয়লা-কাণ্ডে ব্যাঙ্ককের একটি ব্যাঙ্কে রুজিরার অ্যাকাউন্ট থেকে ‘সন্দেহজনক’ লেনদেন নিয়ে রুজিরার বক্তব্য শোনেন তাঁরা। এদিন সিবিআই আধিকারিকদের ৮ জনের একটি দল রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেন। এই দলে ছিলেন ডিএসপি পদমর্যাদার দুই মহিলা অফিসার ও আইনজীবীও। রুজিরার বয়ান পর্যালোচনার পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরবর্তী পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সিবিআই আধিকারিকরা অভিষেকের বাড়ি পৌঁছানোর আগেই নবান্ন যাওয়ার পথে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বা তৃণমূলনেত্রী হিসাবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ যান পরিবারের একজন হিসাবে। সকাল ১১.২০ নাগাদ অভিষেকের বাড়িতে প্রবেশ করেন মমতা। মিনিট সাত-আট থাকার পরে অভিষেকের মেয়ের হাত ধরে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর তিন-চার মিনিটের মধ্যেই অভিষেকের বাড়িতে পৌঁছয় সিবিআই টিম।
সূত্রের খবর, এদিনই নিজাম প্যালেসে মধ্যাহ্নভোজের পর সংস্থার উচ্চকর্তাদের সঙ্গে তদন্তকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেন নিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এদিন সিবিআই আধিকারিকরা প্রশ্ন করেছেন বলে খবর। এমনকী সিবিআই কর্তারা রুজিরার নাগরিকত্ব নিয়েও কিছু প্রশ্ন তোলেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একট মেলও করা হয় সিবিআই-এর তরফে।
Comments are closed.