Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কয়লা-কাণ্ডে রুজিরাকে সওয়া ১ ঘণ্টা জেরা, বয়ান পর্যালোচনার পরই পরবর্তী পদক্ষেপ সিবিআই-এর

নিজস্ব সংবাদদাতা : রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রায় সওয়া ১ ঘণ্টা জেরা করল সিবিআই। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ স্ত্রী রুজিরার সঙ্গে প্রায় সওয়া ১ ঘণ্টা কথা বলে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। কয়লা-কাণ্ডে ব্যাঙ্ককের একটি ব্যাঙ্কে রুজিরার অ্যাকাউন্ট থেকে ‘সন্দেহজনক’ লেনদেন নিয়ে রুজিরার বক্তব্য শোনেন তাঁরা। এদিন সিবিআই আধিকারিকদের ৮ জনের একটি দল রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেন। এই দলে ছিলেন ডিএসপি পদমর্যাদার দুই মহিলা অফিসার ও আইনজীবীও। রুজিরার বয়ান পর্যালোচনার পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরবর্তী পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে।

- Sponsored -

মঙ্গলবার সিবিআই আধিকারিকরা অভিষেকের বাড়ি পৌঁছানোর আগেই নবান্ন যাওয়ার পথে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বা তৃণমূলনেত্রী হিসাবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ যান পরিবারের একজন হিসাবে। সকাল ১১.২০ নাগাদ অভিষেকের বাড়িতে প্রবেশ করেন মমতা। মিনিট সাত-আট থাকার পরে অভিষেকের মেয়ের হাত ধরে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর তিন-চার মিনিটের মধ্যেই অভিষেকের বাড়িতে পৌঁছয় সিবিআই টিম।

সূত্রের খবর, এদিনই নিজাম প্যালেসে মধ্যাহ্নভোজের পর সংস্থার উচ্চকর্তাদের সঙ্গে তদন্তকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেন নিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এদিন সিবিআই আধিকারিকরা প্রশ্ন করেছেন বলে খবর। এমনকী সিবিআই কর্তারা রুজিরার নাগরিকত্ব নিয়েও কিছু প্রশ্ন তোলেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একট মেলও করা হয় সিবিআই-এর তরফে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.