Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কয়লাকাণ্ডে রাজ্যজুড়ে সিবিআই-ইডির হানা

নিজস্ব সংবাদদাতা : কয়লাকাণ্ডে রাজ্যজুড়ে একযোগে সিবিআই-ইডির অভিযান। কলকাতা, দুর্গাপুর, আসানসোল-সহ ১৬টি জায়গায় চলছে তল্লাশি। প্রতিনিধি দলে রয়েছেন দিল্লি ও ওডিশার আধিকারিকরাও। শুক্রবার বাঁশদ্রোণীতে রণধীর বার্নওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই। ব্যবসায়ীর অফিসের পাশাপাশি ডালহৌসির একটি চার্টার্ড ফার্মেরও চলছে তল্লাশি।

- Sponsored -

সিবিআই সূত্রে খবর, ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বিরুদ্ধে কয়লাকাণ্ডের কালো টাকা বাজারে খাটানোর অভিযোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, প্রভাবশালী ও পুলিশ আধিকারিকদের টাকা জমা থাকত এই ব্যবসায়ীর কাছে। মূলত অনুপ মাঝি ওরফে লালা ও জয়দেব মণ্ডলের যোগসাজশে কারবার চলত বলে খবর সিবিআই সূত্রে। কয়লাকাণ্ডে কাঁকুড়গাছি, মানিকতলার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি ইডির।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.