কয়লাকাণ্ডে রাজ্যজুড়ে সিবিআই-ইডির হানা

নিজস্ব সংবাদদাতা : কয়লাকাণ্ডে রাজ্যজুড়ে একযোগে সিবিআই-ইডির অভিযান। কলকাতা, দুর্গাপুর, আসানসোল-সহ ১৬টি জায়গায় চলছে তল্লাশি। প্রতিনিধি দলে রয়েছেন দিল্লি ও ওডিশার আধিকারিকরাও। শুক্রবার বাঁশদ্রোণীতে রণধীর বার্নওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই। ব্যবসায়ীর অফিসের পাশাপাশি ডালহৌসির একটি চার্টার্ড ফার্মেরও চলছে তল্লাশি।
সিবিআই সূত্রে খবর, ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বিরুদ্ধে কয়লাকাণ্ডের কালো টাকা বাজারে খাটানোর অভিযোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, প্রভাবশালী ও পুলিশ আধিকারিকদের টাকা জমা থাকত এই ব্যবসায়ীর কাছে। মূলত অনুপ মাঝি ওরফে লালা ও জয়দেব মণ্ডলের যোগসাজশে কারবার চলত বলে খবর সিবিআই সূত্রে। কয়লাকাণ্ডে কাঁকুড়গাছি, মানিকতলার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি ইডির।
Comments are closed.