রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত নয় : সুপ্রিম কোর্ট

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
উত্তরপ্রদেশে এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলায় শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল কোনও রাজ্যে অনুমতি ছাড়া সেখানকার কোনও বিষয়ে তদন্ত করতে বা এগিয়ে নিয়ে যেতে পারে না সিবিআই।
এদিন মামলার শুনানিতে শীর্ষ আদালত মন্তব্য করে, “আইন অনুযাযী, রাজ্যের সম্মতি বাধ্যতামূলক, রাজ্যের অনুমতি ছাড়া সেখানকার কোনও মামলা এগিয়ে নিয়ে যেতে পারে না সিবিআই। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মাথায় রেখেই এই আইন।” দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট (DSPE)-এর প্রসঙ্গ তুলে ধরে এদিন সুপ্রিম কোর্টের মন্তব্য, “সেকশন ৫ অনুযায়ী DSPE-র ক্ষমতা কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরে গিয়ে রাজ্য পর্যন্ত হতে পারে, তবে সেকশন ৬ অনুযায়ী রাজ্য সরকার সম্মতি না দিলে DSPE অপর কোনও রাজ্য পর্যন্ত তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে না। যে এলাকা রাজ্য সরকারের অধীন সেখানে তদন্ত করতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। এটা তৈরি করাই হয়েছে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা মাথায় রেখেই, যা দেশের সংবিধানের প্রাথমিক বিষয়।”
সারদা, নারদ-সহ একাধিক চিটফান্ড এবং আর্থিক তছরুপের অভিযোগের ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। সারদা কাণ্ডে আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে হয়েছে মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, কুণাল ঘোষের মতো একাধিক তৃণমূল নেতা মন্ত্রী সংসদ বিধায়ককে। অনেকক্ষেত্রেই সিবিআইয়ের অতিসক্রিয়তা বা কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে এদিন সুপ্রিম কোর্টের এই রায় পশ্চিমবঙ্গ ছাড়াও রাজস্থান, ঝাড়খণ্ড, কেরল, ছত্তিশগড়, পঞ্জাবের মতো বিরোধীদলের হাতে থাকা রাজ্যগুলি অনেকটাই স্বস্তি পাবে বলে মত রাজনৈতিক মহলের।
Comments are closed.