অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই, স্ত্রী রুজিরাকে কয়লা-কাণ্ডে নোটিস
নিজস্ব সংবাদদাতা: কয়লা-কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পাঁচ সদস্যের সিবিআই দল। মূলত আর্থিক লেনদেনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিল সিবিআই। রবিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল অভিষেকের কালীঘাটের বাড়িতে দুপুর দুটোয় পৌঁছয়। রুজিরার পাশাপাশি নোটিস দেওয়া হয়েছে অভিষেকের শ্যালিকাকেও। সিআইপিসি ১৬০ ধারায় এই নোটিস দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সিবিআই।
রবিবার দুপুরে কালীঘাটে তৃণমূল যুব সভাপতির বাসভবন শান্তিনিকেতন রেসিডেন্সিতে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাঁচ আধিকারিক। তবে সেই সময রুজিরা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না বলেই জানতে পারেন তাঁরা। এরপর তদন্তকারী অফিসারের মোবাইল নম্বর দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে অভিষেকের স্ত্রীকে এই মামলায় বাড়িতেই জিজ্ঞাসাবাদ করতে আগ্রাহী সিবিআই। সিবিআইয়ের দাবি, কয়লা-কাণ্ডে অভিষেকের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক আর্থিক লেনেদেন করা হয়েছে। সেই জন্যই রুজিরার বয়ান রেকর্ড করতে চান তাঁরা।
কয়লাপাচার-কাণ্ডে ইতিমধ্যেই একাধিক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। ওই কেলেঙ্কারিতে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Comments are closed.