জোড়াবাগানে শিশু খুনে গ্রেফতার কেয়ারটেকার

নিজস্ব প্রতিনিধি : জোড়াবাগান শিশু খুনের কিনারা করল কলকাতা পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার বাড়ির কেয়ারটেকার। পুলিশ সূত্রে খবর, খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতন চালায় ওই কেয়ারটেকার। ময়নাতদন্তে নাবালিকার যৌনাঙ্গ পরীক্ষায় নির্যাতনের প্রমাণ মিলেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন জোড়াবাগানের ওই পুরনো বাড়িতে যৌন নির্যাতন চালানোর পর প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় নয় বছরের মেয়েটিকে। পরে মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরির কোপ বসানো হয় বলে জানিয়েছেন তদন্তকারীরা।
উল্লেখ্য মামার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে জোড়াবাগানের বৈষ্ণব শেঠ লেনে একটি বহুতল থেকে মেলে ওই শিশুর মৃতদেহ। ঘটনার তদন্তে নেমে একের পর এক সন্দেহভাজনকে জেরা করতে থাকে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। জেরার মুখে বাড়ির কেয়ারটেকার অপরাধ স্বীকার করে বলে জানায় গোয়েন্দারা
গোয়েন্দাদের জেরায় কেয়ারটেকার জানিয়েছে, মদ্যপান করতে করতে মোবাইল ফোনে চাইল্ড পর্ন ভিডিয়ো দেখছিল। সে সময় শিশুটিকে দেখতে পেয়ে খাবারের লোভ দেখিয়ে ছাদে নিয়ে যায় সে। তাকে মাদক মেশানো বিরিয়ানি ও চিপস খেতে দেওয়া হয়। শিশুটি অচৈতন্য হয়ে পড়লে যৌন নির্যাতন করে অভিযুক্ত। সংজ্ঞা ফিরে এলে শিশুর মুখে ঘুসি মেরে ভেঙে দেওয়া দাঁত। পরে সিঁড়িতে নিয়ে গিয়ে গলা টিপে খুন করে ওই কেয়ারটেকার। শিশুটির মৃত্যুর পর তার গলায় ছুরি চালায় অভিযুক্ত কেয়ারটেকার।
Comments are closed.