মাস্কহীন বেয়াদপদের শায়েস্তা! ক্যানিংয়ে কান ধরে ওঠ-বস করাল পুলিশ
মানালি মণ্ডল
করোনার বাড়বাড়ন্তে রাজ্যজুড়ে মাস্ক মাস্ট এবং রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি করেছে প্রশাসন। তবুও হেলদোল নেই অনেক মানুষের। এবার এমনই এক চিত্র দেখা গেল ক্যানিংয়ে। বেশকিছু মাস্কহীন বেয়াদপ গাড়িচালক ও সাধারণ মানুষকে আটক করল ক্যানিং থানার পুলিশ। এমনকী মাস্ক না পরায় কান ধরে ওঠ-বস করানো হল এক টোটো চালককে। পাশাপাশি টোটো, অটো, বাস, ইঞ্জিনভ্যান-সহ বিভিন্ন যানবাহনে যাতায়াতকারী সাধারণ মানুষজনদের হাতে তুলে দেওয়া হল মাস্ক।
মাস্ক না পরায় এক টোটো চালককে কান ধরে ওঠ-বস ক্যানিং থানার পুলিশের pic.twitter.com/9TM49rSPJR
— Bengal Fast (@bengal_fast) July 21, 2021
করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ শেষ হয়ে তৃতীয় ঢেউ আসতে চলেছে মহামারী আকারে। যার ফলে সমস্ত নাগরিক যাতে সচেতনতা অবলম্বন করে চলাচল করে, তার প্রতি সজাগ দৃষ্টি দিয়েছে প্রশাসন। বাড়ির বাইরে বের হলে বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। এত সবের মধ্যেও বেশকিছু মানুষ মাস্কহীন ভাবে যত্রতত্র ঘোরাফেরা করছে। সেই সমস্ত বেয়াদপদের শায়েস্তা করতে এদিন সকাল থেকে ক্যানিং শহরের রাজপথে সচেতনতা অভিযানে নামল ক্যানিং থানার পুলিশ। আইসি আতিবুর রহমানের নেতৃত্ব ক্যানিং থানার প্রায় জনা কুড়ি পুলিশ এই অভিযানে অংশগ্রহণ করেন। এদিন বাস, অটো থেকে মাস্কহীন যাত্রীদের নামিয়ে তাদেরকে সচেতন করে তাদের হাতে মাস্ক তুলে দেয় পুলিশ। আবার কোথাও রুদ্রমূর্তি ধারণ করে লাঠি উঁচিয়ে মাস্কহীন বেয়াদপদের শায়েস্তা করতে মৃদু লাঠিচার্জও করেন। কোথাওবা কান ধরে ওঠ-বস করানো হয় মাস্কহীন মানুষদেরকে।
Comments are closed.