Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘পুলিশকর্তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না’, যাদবপুরের ঘটনায় রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ভোট পরবর্তী হিংসার বিষয়ে তদন্ত করতে এসে যাদবপুরে হামলার শিকার হয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় এবার এসপি ও জেলাশাসককে নোটিশ পাঠাল উচ্চ আদালত। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ ওই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (এসএসবি) রশিদ মুনির খানকে শোকজ করেছেন। ওই পুলিশকর্তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তার কৈফিয়তও তলব করেছে আদালত। আগামী ১৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

- Sponsored -

গত মঙ্গলবার যাদবপুরে কমিশনের প্রতিনিধিদের লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী। সে সময় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় এলাকা ছাড়েন জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)-এর প্রতিনিধিরা। এই ঘটনাকে মোটেই ভালো চোখে দেখেননি হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চ। কেন এই ঘটনার পর পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে রাজ্যের কাছে প্রশ্ন করেছ হাইেকার্ট। আর হাইকোর্টের এই নির্দেশের পর বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘আমরা যা অভিযোগ করছিলাম, সেই অভিযোগেরই মান্যতা দিল কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের মুখ পুড়ল।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.