ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে তুলোধনা কলকাতা হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা : ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এদিন নির্দেশ দেয় হিংসাকবলিত সমস্ত জায়গা ঘুরে দেখবে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের আধিকারিকরা। তাদের সাহায্য করবে রাজ্য মানবাধিকার কমিশন। সমস্ত বিষয় খতিয়ে দেখে সেই রিপোর্ট জমা পড়বে আদালতে। তার ভিত্তিতেই হবে পরবর্তী শুনানি। যদি নির্দেশ মানা না হয় তাহলে আদালত অবমাননার দায়ে পড়তে হবে রাজ্যকে।
এদিনের মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ, “ভোট-পরবর্তী হিংসার কথা স্বীকার করেনি রাজ্য সরকার। কিন্তু আমাদের কাছে যে অভিযোগ জমা পড়েছে, তাতে ভোট-পরবর্তী হিংসার প্রমাণ মিলেছে। ঘরছাড়াদের ঘরে ফেরাতে যে কমিটি গঠন করা হয়েছিল, তাতে রাজ্য ও কেন্দ্রের মানবাধিকার কমিশন ও রাজ্য লিগ্যাল সার্ভিসের প্রতিনিধিরা ছিলেন। কিন্তু কেন্দ্রের মানবাধিকার কমিশন প্রয়োজনীয় সাহায্য পায়নি রাজ্যের থেকে। তাদের সঙ্গে অসহযোগিতা করা হয়েছে।”
Comments are closed.