ফের মামলা হাইকোর্টে! উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ

নিজস্ব সংবাদদাতা : ফের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা জমা পড়ল। ফলে সাড়ে ১৪ হাজার শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।আপাতত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি থাকবে এই স্থগিতাদেশ। হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি শুক্রবার।
মামলাকারীদের তরফে অভিযোগ করা হয়, ইন্টারভিউয়ের যে তালিকা তৈরি হয়েছে, তাতে চূড়ান্ত বেনিয়ম হয়েছে। ন্যূনতম কত নম্বর পেলে ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে, তার কোনও উল্লেখও নেই সাইটে। স্কুল সার্ভিস কমিশনের নিয়ম ভেঙে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘নিয়ম অনুযায়ী নিয়োগ করা হচ্ছে না। বেশি নম্বর পেয়েও অনেকে ইন্টারভিউয়ে ডাক পাচ্ছেন না।’ এরপরই আপাতত শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
হাইকোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশর পরই বুধবার বিকেলেই জরুরি বৈঠকে বসছে স্কুল সার্ভস কমিশন (SSC)। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। মামলাকারীদের দাবি, প্রকাশিত তালিকা বাতিল করে অবিলম্বে নম্বর উল্লেখ করে নতুন তালিকা প্রকাশ করুক এসএসসি।
Comments are closed.