প্রাইমারি টেটে ভুল প্রশ্ন! প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে জরিমানা হাইকোর্টের
নিজস্ব সংবাদদাতা : প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। ১৯ জন মামলাকারীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে দিতে হবে তাঁকে। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই জরিমানা অর্থাৎ ৩ লক্ষ ৮০ হাজার টাকা দিতে হবে মানিক ভট্টাচার্যের নিজস্ব রোজগারের টাকায়।
৬টি প্রশ্নে ভুল থাকা নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন ২০১৪ সালের প্রাইমারি টেটের কয়েকজন প্রার্থী। সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কোনও পরীক্ষার্থী যদি সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে থাকেন, তাহলে তাঁদের নম্বর দিতে হবে। পর্ষদ ভুল প্রশ্নের উত্তর লেখার জন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়ার কথা বললেও তা করা হয়নি। তা নিয়ে শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হাইকোর্ট জানতে চায়, কেন নির্দেশ সত্ত্বেও নম্বর দেওয়া হয়নি? পুরো বিষয়টিকে প্রার্থীদের হেনস্থা হিসেবে দেখা হয়েছে। পাশাপাশি মামলাকারী ১৯ জন পরীক্ষার্থীকে আগামী ৭ দিনের মধ্যে ফুল মার্কস দিয়ে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত।
Comments are closed.