Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা: বিচার ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রাম মামলায় পাঁচ লক্ষ টাকার জরিমানা করলেন বিচারপতি কৌশিক চন্দ। জরিমানা করার পরই নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি চন্দ।

একটি নির্দিষ্ট দলের পক্ষপাতদুষ্ট বিচারপতি কৌশিক চন্দ, এই অভিযোগ তুলে হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতিকে কৌশিক চন্দর এজলাস থেকে নন্দীগ্রাম মামলা সরানোর আবেদন করেন মুখ্যমন্ত্রী। সেই আবেদন প্রসঙ্গে বিচারপতি কৌশিক চন্দ বলেন, তাঁর বিরুদ্ধে মামলাকারীর পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, তার জন্য তিনি সরছেন না। বরং, বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জরিমানার পাঁচ লক্ষ টাকা জমা দিতে হবে বার কাউন্সিলে। সেই অর্থ ব্যয় করা হবে কোভিড স্বাস্থ্যখাতে। নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।

- Sponsored -

এদিকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছেন তারা, জানিয়েছেন নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট আবু সুফিয়ান।

[07/07, 2:57 pm] SUBHASISH MANDAL: Calcutta High Court has fined Mamata Banerjee Rs 5 lakh in Nandigram case

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.