Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

নারদ মামলা: ৫ হাজার টাকা জরিমানা মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী ও রাজ্যকে

নিজস্ব সংবাদদাতা : নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্যের হলফনামা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা দিতে নির্দেশ তিন পক্ষকেই। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জানিয়েছে, ৫ হাজার টাকা জরিমানার বিনিময়ে হলফনামা দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী ও রাজ্য সরকার। রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটিকে ওই জরিমানার টাকা জমা দিতে হবে আদালতে। মামলার পরবর্তী শুনানি হবে ১৫ জুলাই। এদিকে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যাচ্ছে যে, বৃহত্তর বেঞ্চের জরিমানার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

- Sponsored -

গত মে মাসের ১৭ তারিখ নারদ মামলায় তৃণমূল কংগ্রেসের তিন বিধায়ক ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তিনজনকেই নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। তারপরই নিজাম প্যালেসে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় ৬ ঘণ্টা ছিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ঘটনাস্থলে ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি নিজাম প্যালেসের বাইরে ভিড় এত বেড়ে যায় যে সিবিআইকে বাড়তি বাহিনী মোতায়েন করে সেই ভিড় সামলাতে হয়। সামগ্রিক এই ঘটনাকে ভাল চোখে দেখেনি সিবিআই। তাদের অভিযোগ, গ্রেফতারির প্রতিবাদে চাপ তৈরি করছে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস। এই মামলায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকেও পক্ষ করা হয়। কিন্তু সময়ের মধ্যে হলফনামা পেশ করা হয়নি, এই যুক্তিতে তাঁদের হলফনামা হাইকোর্ট খারিজ করে দেয়। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত মমতা বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটককে স্বস্তি দিয়ে হাইকোর্টকে হলফনামা গ্রহণের নির্দেশ দেয়। নতুন করে হলফনামা জমা দিতে বলা হয় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং রাজ্যকে। আদালতের নির্দেশ, হলফনামা জমা দিতে দেরি হওয়ায় ৫ হাজার টাকা করে জরিমানা দিতে হবে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং রাজ্যকে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.