রাজ্যে সারদার সব মামলায় জামিন দেবযানীর, তবুও থাকতে হবে সংশোধনাগারে
নিজস্ব সংবাদদাতা : সারদা কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পশ্চিমবঙ্গের সব মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়৷ ২ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ।
এদিন জামিনের শর্তে আদালত বলেছে, নিজের বাড়ির থানা এলাকার বাইরে কোথাও যেতে পারবেন না দেবযানী মুখোপাধ্যায়। সপ্তাহে একবার করে সিবিআই-এর তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে তাঁকে। এমনকী জেলের বাইরে থাকাকালীন কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগের চেষ্টাও করতে পারবেন না দেবযানী মুখোপাধ্যায়।
তবে জামিন পেলেও আলিপুর মহিলা সংশোধনাগারে আপাতত থাকতে হবে দেবযানীকে। কারণ, সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় ওড়িশা, অসম, ঝাড়খণ্ডে দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। জামিন পেতে হলে ওই সব মামলাতেও জামিন পেতে হবে সারদার এক সময়ের সেকেন্ড ইন কম্যান্ডকে।
২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে ধরা পড়েন সারদাকর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। সেই থেকে তাঁরা দুজনেই সংশোধনাগারে আছেন। সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের বিরুদ্ধে রাজ্যের বহু থানায় অভিযোগ হয়। বেশ কিছু মামলা থেকে সারদাকর্তা জামিন পেলেও, এখনও চলছে বেশ কিছু মামলা।
Comments are closed.