স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা! ৭ দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের নতুন তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা : উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলায় স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশেরও মেয়াদ বাড়ল। একইসঙ্গে সাতদিনের মধ্যে প্রাপ্ত নম্বর-সহ তথ্য দিয়ে ইন্টারভিউয়ের তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জানাতে হবে যাঁদের আবেদন খারিজ হয়েছে তাঁদের নম্বর খারিজের কারণ কী? আগামী শুক্রবার হাইকোর্টে ফের শুনানি।
এদিন সকালে মামলার শুনানির শুরুতেই কমিশনকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এতটাই ক্ষুব্ধ যে, কেন অনিয়ম হয়েছে তা জানতে কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে আদালতে তলব করার কথাও বলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সওয়াল চলাকালীন বলেন, ‘স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। কী ধরনের আধিকারিক এই কমিশনের দায়িত্বে আছেন? ৫ বছরে কমিশন শিক্ষক নিয়োগ করতে পারেনি! এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।’
গত ২১ জুন উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। মামলাকারীদের অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশনের নিয়ম ভেঙে প্রকাশিত হয়েছে ইন্টারভিউ তালিকা। ন্যূনতম কত নম্বর পেলে ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে, তারও কোনও উল্লেখ নেই সাইটে। অনেক পরীক্ষার্থীই বেশি নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। তারপরই শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট।
Comments are closed.