ফের বিতর্কে রাফাল, দাসোর বিরুদ্ধে শর্ত না মানার অভিযোগ সিএজি-র
নিজস্ব সংবাদদাতা : বিতর্ক পিছু ছাড়ছে না রাফাল যুদ্ধবিমানের। নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন ‘অফসেট চুক্তি’র শর্ত পুরোপুরি পালন করেনি বলে অভিযোগ তুলল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)। ‘অফসেট চুক্তি’ হল দেশীয় সংস্থাকে প্রযুক্তি হস্তান্তর করে যন্ত্রাংশ নির্মাণ করবে রাফাল নির্মাতা সংস্থা দাসো। পাশাপাশি দাসো উন্নত প্রযুক্তি দিয়েও সাহায্য করবে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ডিআরডিও)। কিন্তু সেই চুক্তির শর্ত তারা পালন করেনি। সংসদের বাদল অধিবেশনে এই রিপোর্ট পেশ হওয়ায় ফের বিতর্কে যুদ্ধবিমান রাফাল।
উল্লেখ্য, ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি ভারত করেছিল ফ্রান্সের ফাইটার জেট নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে। চুক্তি অনুযায়ী প্রথম দফায় ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় ৫টি রাফাল। একই সঙ্গে রাফালে ব্যবহৃত অস্ত্র কেনার জন্য চুক্তি হয় ইউরোপীয় ক্ষেপণাস্ত্র নির্মাতা সংস্থা এমবিডিএ-র সঙ্গে কেন্দ্র সরকারের। ডিআরডিও তাদের তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফ্টের জন্য কাবেরী ইঞ্জিন তৈরির ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য চেয়েছিল দাসো এবং এমবিডিএ-র কাছে। কিন্তু কোনও প্রকার সাড়া মেলেনি এই দুই সংস্থার কাছ থেকে। এমনকী নিশ্চিত করে কিছু বলেওনি এ বিষয়ে। সিএজি-র দাবি, প্রতিরক্ষা মন্ত্রক ফের একবার রাফাল চুক্তির শর্ত মিলিয়ে দেখুক।
Comments are closed.