Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

৩০ লক্ষ কর্মচারীকে বোনাস দেবে কেন্দ্রীয় সরকার, অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ৩০ লক্ষ কর্মচারীকে বোনাস দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই অনুমোদিত হয় এই সিদ্ধান্ত । এর ফলে ১৬.৯৭ লক্ষ নন গেজেটেড সরকারি কর্মচারি উপকৃত হবেন বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। তারমধ্যে রয়েছেন রেল, পোস্ট অফিস, প্রতিরক্ষা, ইপিএফও এবং ইএসআইসি-র কর্মচারীরা।

- Sponsored -

এক সপ্তাহ আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছিলেন, মধ্যবিত্তদের পকেটে আরও বেশি করে যাতে অর্থ দেওয়া যায় মূলধনী অঙ্কে, সেদিকে লক্ষ্য রেখে কর্মচারীদের জন্য বোনাস দেওয়া হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, এই খাতে ৩ হাজার ৭৩৭ কোটি টাকা বরাদ্দ করা হবে। এই অর্থ ৩০ লক্ষ নন-প্রোডাক্টিভিটি কর্মচারীর পকেটে যোগ হবে এবং তারফলে বাজারে চাহিদা বাড়বে। এই বোনাসের আওতায় রয়েছেন রেল, পোস্ট অফিস, বিভিন্ন উৎপাদন ক্ষেত্র এবং ইপিএফও , ইএসআইসি-র মতো ক্ষেত্রের ১৭ লক্ষ নন-গেজেডেট কর্মচারী এবং তাঁদের জন্য রয়েছে ২ হাজার ৭৯১ কোটি টাকা। বাকি ১৩ লক্ষ কর্মচারীকে দেওয়া হবে ৯৪৬ কোটি টাকা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.