সাতসকালেই শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত ১, জখম ৩

নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টির জেরে সাতসকালেই বিপত্তি। বেলেঘাটা মেইন রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেড়শো বছরের পুরনো একটি বাড়ির ছাদের একাংশ। বৃহস্পতিবার ভোর ৫.৩০ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ধংসস্তূপে চাপা পড়েন চারজন। ওই বাড়িরই গৃহকর্তা রাজেশ সাহা, তাঁর মা, স্ত্রী ও সন্তান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলকর্মীরা। রাজেশবাবু, তাঁর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে দমকলকর্মীরা। গুরুতর জখম অবস্থায় রাজেশবাবুকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা রাজেশ সাহার বৃদ্ধা মা আটকে পড়েন বাড়িতে। তাঁকে উদ্ধার করতে কয়েক ঘণ্টা কেটে যায়। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম প্রতিমা সাহা। উল্লেখ্য, বাড়িটিকে আগেই বিপজ্জনক বাড়ি বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এই পরিবার এখানে বসবাস করছিলেন। পাশাপাশি শরিকি সমস্যা থাকায় পুরসভার পক্ষ থেকেও বাড়িটিকে ভেঙে ফেলা সম্ভব হয়নি।
Comments are closed.