স্বাস্থ্যখাতে ও প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

নিজস্ব সংবাদদাতা: করোনা পরবর্তী কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্যখাতে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ল ১৩৭%। স্বাস্থ্য প্রতিষ্ঠানকে মজবুত করতে ৬৪,১৮০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্দিতে মূলত তিনটি ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। আগামী ৬ বছর ধরে নয়া ‘প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত যোজনা’ চালু করা হবে। পুনরুজ্জীবিত করা হচ্ছে ১৭,০০০ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং ১১,০০০ আর্বান স্বাস্থ্যকেন্দ্রকে। কেন্দ্র ২০২১-২২ অর্থবর্ষে করোনা টিকা দানের জন্য ৩৫ হাজার কোটি দেবে।
আয়করে প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন বলেন, ‘৭৫-এর বছরের ঊর্ধ্বে যারা তাঁদের আয়কর দিতে হবে না। মূলত যাঁদের আয় পেনশন কিংবা ব্যাঙ্কে জমানো আমানতের সুদের ওপর তাঁদের জন্য এই সুবিধা প্রযোজ্য।’ কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তির আগে দেশের প্রবীণদের স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে। প্রবীণ নাগরিকদের আইটি রিটার্নের ঝক্কি পোহাতে হবে না।
Comments are closed.