‘পশ্চিমবঙ্গকে বিপদ থেকে রক্ষা করুন’, অডিও বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যর

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার নন্দীগ্রাম-সহ রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের আগে অডিও বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ দীর্ঘদিন পর এ দিনের অডিও বার্তাতে তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্য ও বিজেপির আগ্রাসন রুখতে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার ডাক দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
শারীরিক অসুস্থতা নিয়ে তৃণমূলকে আক্রমণ করে অডিও বার্তাতে বুদ্ধবাবু বলেছেন, ‘আমরা সকলেই বুঝতে পারছি এ রাজ্যের রাজনীতি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিগত বামফ্রন্টের আমলে আমরা স্লোগান তুলেছিলাম, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই চিন্তাধারা নিয়েই আমরা এগিয়েছি। কৃষিতে যেমন সাফল্য এসেছিল, তেমনই শিল্পের প্রসার ঘটতে শুরু করেছিল। বামফ্রন্ট অপসারিত হওয়ার পর তৃণমূলের সরকার রাজ্যজুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। সমস্ত বিচারেই রাজ্যের অর্থনীতিতে নেমে এসেছে বিপর্যয়, হতাশা। কৃষিতে সঙ্কট, কৃষকের সঙ্কট। কৃষিজাত দ্রব্যের দাম আকাশছোঁয়া হয়েছে। এ রাজ্যে শিল্প, শিল্পায়ন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। গত ১০ বছরে উল্লেখযোগ্য একটি শিল্পও আসেনি। সিঙ্গুর, নন্দীগ্রামে এখন শ্মশানের নীরবতা। শিক্ষায় নৈরাজ্য, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে৷ নাগরিক জীবনের চাহিদাগুলি অবহেলিত৷ স্বৈরচারী শাসকদল এবং সমাজবিরোধীরা একজোট হয়েছে৷ মহিলাদের নিরাপত্তা ভয়ঙ্কর ভাবে বিঘ্নিত৷ যুব সম্প্রদায় আশাহীন, উদ্যোগহীন৷ চাকরির সন্ধানে অনেকে রাজ্য ছাড়ছে৷ এই পরিস্থিতি চলতে পারে না৷’
এরই পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘একদিকে তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্য, অন্যদিকে বিজেপি-র আগ্রাসন, রাজ্যে বিপদের পরিবেশ তৈরি করেছে৷ বামফ্রন্ট, কংগ্রেস ও একটি ধর্মনিরপেক্ষ দল মিলে মোর্চা গঠন করেছে। এই নির্বাচনে এই মোর্চা সংগ্রেমের মধ্যে দিয়ে লড়াই করবে। বিপথগামী গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করবে। মেহনতি মানুষের হয়ে কাজ করবে। সকলের কাছে আমার আবেদন, পশ্চিমবঙ্গকে বিপদ থেকে রক্ষা করুন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করে নতুন ইতিহাস তৈরি করুন৷’
Comments are closed.