Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, বিএসএফের গুলিতে খতম পাঁচ অনুপ্রবেশকারী

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার ভোর পৌনে ৫টা নাগাদ পঞ্জাবের তারণ তারণ জেলার খেমকরনে পাঁচ অনুপ্রবেশকারীকে গুলি করে মারল বিএসএফ। ভারত-পাক সীমান্তের ওপারে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ১০৩ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। কিছুক্ষণ বাদে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে অনুপ্রবেশকারীরা। টহলদারি দলটিকে দেখামাত্রই তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা। পালটা জবাব দেন জওয়ানরাও। এর ফলে ঘটনাস্থলে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়।

- Sponsored -

সংবাদসংস্থাকে এক বিএসএফ আধিকারিক জানান, শুক্রবার মাঝরাতেই আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনক কিছু লক্ষ্য করেন টহলদারি জওয়ানরা। সঙ্গে সঙ্গে বিএসএফ সতর্ক হয়ে যায়। অনুপ্রবেশের চেষ্টা হলে এরপর রাতভর গুলির লড়াই চলে। ভোর পৌনে ৫টা নাগাদ লড়াইয়ের ইতি হয়। পাঁচ অনুপ্রবেশকারীকে গুলি করে মারে বিএসএফ জওয়ানরা। রাতের অন্ধকারে আর কেউ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে কিনা তা দেখতে সীমান্তবর্তী এলাকায় চলছে চিরুনি তল্লাশি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.