করোনা আক্রান্ত ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার

সৌরভ রায়
করোনা ভাইরাসে আক্রান্ত এবার ব্রাজিলিও তারকা ফুটবলার নেইমার৷ ব্রাজিলের এই তারকা ফুটবলার ছাড়াও প্যারিস সাঁ জা’র আরও দুই খেলোয়াড়ের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে৷ বুধবার ক্লাবের তরফে তিন ফুটবলারের করোনা আক্রান্তের খবর জানানো হয়েছে৷
Three @PSG_English players are confirmed positive after a Sars CoV2 test and have undergone the appropriate health protocols.
All players and staff will continue to be tested over the next few days.
— Paris Saint-Germain (@PSG_English) September 2, 2020
৩১ অগস্ট প্যারিস সেইন্ট জার্মেইন জানায় তাদের দুজন তারকা করোনায় আক্রান্ত। প্রথমে নামগুলো গোপন রাখলেও পরে সেটা আর গোপন থাকেনি। জানা যায় সেই দুজন তারকা হচ্ছেন ডি মারিয়া এবং পারেদেস। দুজনেই ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ খেলে ক্লান্ত হওয়ার কারণে পিএসজি কর্তৃপক্ষ লিগ ওয়ানের কাছে নিজেদের প্রথম ম্যাচটি স্থগিতের আবেদন করলে সেটা গ্রহণ করে লিগ ওয়ান কর্তৃপক্ষ। তখনই ছুটি পেয়েছিল এই তারকারা এবং গিয়েছিল ঘুরতে। ডি মারিয়া এবং পারেদেসের করোনায় আক্রান্তের খবর প্রকাশ হওয়ার পরই শঙ্কা জাগে নেইমারকে নিয়ে। কেননা ওই একই দ্বীপে ঘুরতে গিয়েছিলেন নেইমারও। এবার সেই শঙ্কাটাই সত্যি হল। করোনায় আক্রান্ত হয়েছেন নেইমার। তার করোনা টেস্টের ফলাফল আসার পরই নিশ্চিত হয় করোনায় আক্রান্ত হওয়া। পিএসজির পক্ষ থেকেও সেটা নিশ্চিত করা হয়েছে।
Comments are closed.