গ্যাব্রিয়েল জেসাসকে লালকার্ড! তবুও চিলির বিরুদ্ধে ১-০ গোলে জয় ব্রাজিলের
নিজস্ব সংবাদদাতা : কোপা আমেরিকায় চিলির বিরুদ্ধে ১-০ গোলে জিতে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছল ব্রাজিল। ম্যাচের ৪৭ মিনিটে একমাত্র গোল পাকুইতার। এরপর ৪৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল দলের আক্রমণভাগের ফুটবলার গ্যাব্রিয়েল জেসাসকে। তবে চিলির বিরুদ্ধ ১০ জনে খেললেও মূলত নেইমার ম্যাজিকেই জয় ব্রাজিলের। সেমিফাইনালে নেইমারদের খেলতে হবে পেরুর বিরুদ্ধে।
Para ver mil e uma vezes! Tremendo golaço de Lucas Paquetá para a clasificação do @cbf_futebol
🇧🇷 Brasil 🆚 Chile 🇨🇱#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/vIP1BkbadU
— Copa América (@CopaAmerica) July 3, 2021
এদিন চিলির ডেরায় মুহুর্মুহু আক্রমণ শানান নেইমাররা। তাঁর ক্রস থেকে গোলের সহজ সুযোগ অবশ্য হাতছাড়া করেন ফির্মিনো। তবে গোলমুখ খোলে প্রথমার্ধের ইনজুরি টাইমে। চিলির রক্ষণভাগের ভুলের জন্যই এই গোলটা তাদের হজম করতে হল। প্রথমে ফ্রেডের নিখুঁত পাস যায় নেইমারের কাছে। ব্রাজিল অধিনায়ক একটু ফ্লিক করে বলটা বাড়িয়ে দেন। ভেগাস ক্লিয়ার করতে পারেননি। লুকাস নিজের শরীরটাকে বেঁকিয়ে দুরন্ত একটা শট নিয়ে বলটা জালে জড়িয়ে দেন।
গোল করার কয়েক মুহূর্ত পরেই ৪৮ মিনিটে বল ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন চিলির ইউজেনিয়ো মেনা। প্রায় উড়ে এসে তাঁর মুখে পা চালিয়ে দেন জেসাস। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বার করে দেন রেফারি। এরফলে সেমিফাইনালে পেরুর বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। ম্যাচের ৬২ মিনিটের মাথায় ব্রাজিলের জালে বল জড়িয়ে দেয় চিলি। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। অন্যদিকে ৬৬ মিনিটের মাথায় গোলরক্ষককে প্রায় একা পেয়েও গোল করতে পারেননি অধিনায়ক নেইমার।
Comments are closed.