কোপার ফাইনালে ব্রাজিল, পেরুকে ১-০ গোলে হারাল নেইমাররা
সাম্যজিৎ ঘোষ
কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল। প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারাল নেইমাররা। গ্রুপ লিগের প্রথম ম্যাচে এই ব্রাজিলের কাছেই ৪ গোলে হেরেছিল পেরু। সেমিফাইনালে অবশ্য ব্রাজিলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতেই মাঠে নেমেছিল পেরু। কিন্তু শেষরক্ষা হল না। পাকুয়েতার এক গোলই যথেষ্ট ছিল। খেলা শুরুর প্রথম ৩০ মিনিটে উভয়পক্ষই সুযোগ তৈরি করেছিল। কিন্তু সেই সুযোগকে কাজে লাগান নেইমার-পাকুয়েতা জুটি। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও ব্রাজিলের পরিত্রাতা সেই পাকুয়েতাই। ৩৫ মিনিটে নেইমারের পাস থেকে গোল করেন পাকুয়েতা।
Neymar, Paquetá, Casemiro: Brasil 🇧🇷 à magia pura e tiki-taka ✨⚽🎩
🇧🇷 Brasil 🆚 Perú 🇵🇪#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/04JKBjjGOn
— Copa América (@CopaAmerica) July 6, 2021
দ্বিতীয়ার্ধে ট্রাউকোকে তুলে নিয়ে লোপেজকে মাঠে নামায় পেরু। রামোসের বদলে মাঠে নামেন গার্সিয়া। বদলে যায় পেরুর খেলা। ২০১৯-এর রানার্সরা নেইমারদের চেপে ধরলেও গোল করতে পারেনি। একবার নেইমারকে ফাউল করে বিপজ্জনক জায়গা থেকে ব্রাজিলকে ফ্রি-কিক উপহার দেন কলেন্স। যদিও তাতে গোল হয়নি। শেষ পর্যন্ত রিওতে ঘরের মাঠে ১ গোলেই জয় হল সাম্বা ব্রিগেডের। ফাইনালে নেইমারদের সামনে আর্জেন্তিনা-কলম্বিয়া ম্যাচের বিজয়ীরর খেলবে। ঘরের মাঠে প্রতিবারই অবশ্য ট্রফি জিতেছে ব্রাজিল।
Comments are closed.