হাওড়ার গোলাবাড়িতে বস্তাবন্দি দেহ! স্বামীকে খুনের দায়ে গ্রেফতার স্ত্রী, কন্যা-সহ তিন

নিজস্ব সংবাদদাতা : সিসিটিভি ফুটেজ দেখে গোলাবাড়ির চালপট্টি ঘাটে বস্তাবন্দি দেহের পরিচয় জানতে পারল হাওড়া সিটি পুলিশ। নিহতের নাম শ্রমণ সিং (৪০)। ঘটনায় গ্রেফতার শ্রমণের স্ত্রী পিঙ্কি দেবী (৩২), মেয়ে আনসু কুমারী এবং পিঙ্কির প্রেমিক আমন গুপ্তা (৩২)।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, মৃত শ্রমণের বাড়ি ঘুসুরির কুলি লেনে। পিঙ্কির সঙ্গে আমন গুপ্তার অবৈধ সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে শ্রমণকে। জানুয়ারির ১ ও ২ তারিখে রাত ১০টা থেকে ১২টার মধ্যে শ্বাসরোধ করে নিজের বাড়িতেই খুন করা হয় শ্রমণকে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এরপর বস্তাবন্দি করে গোলাবাড়ি থানার চালপট্টি ঘাটে হুগলি ডকের পাশে ফেলে দেওয়া হয় দেহ। আমন গুপ্তার সঙ্গে বাইকে করে এসে বাবার মৃতদেহ গঙ্গায় ফেলে যায় মেয়ে আনসু কুমারী। শ্রমণের সঙ্গে বিয়ের আগে পিঙ্কি আরও দুটি বিয়ে করে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চাউলপট্টি ঘাটের জগন্নাথ মন্দিরের পুরোহিত প্রথম বস্তাবন্দি অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে বস্তাটি তোলে। বস্তার মুখটি খোলার পর দেখা যায় তার মধ্যে রয়েছে একটি দেহ। তারপরই তদন্তে নামে পুলিশ।
Comments are closed.