ভারভারা রাওকে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ বম্বে হাইকোর্টের
নিজস্ব সংবাদদাতা: ভীমা কোরেগাঁও মামলায় জেলবন্দি তেলুগু লেখক-কবি ভারভারা রাওকে হাসপাতালে ভর্তির নির্দেশ বম্বে হাইকোর্টের। আজ বম্বে হাইকোর্টের বিচারপতি এএস শিন্ডে এবং বিচারপতি মাধব জামদানির ডিভিশন বেঞ্চ মহারাষ্ট্র সরকারকে এই নির্দেশ দিল।
ভীমা কোরেগাঁও মামলায় ২০১৮-র অগস্ট থেকে মহারাষ্ট্রের তালোজা জেলে বন্দি রয়েছেন ভারভারা। অসুস্থ এই কবি ও লেখকের জেলে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থাও ভালো নয় জানিয়ে বম্বে হাইকোর্টে তাঁকে মুক্তি দেওয়ার আবেদন করে মামলা করেন ভারভারার স্ত্রী পি হেমলতা। মামলার শুনানিতে দুই বিচারপতির বেঞ্চ মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দেয় চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হোক তেলেগু লেখক-কবি ভারভারা রাওকে। এর পাশাপাশি কড়া ভাষায় মহারাষ্ট্র সরকারকে জানিয়ে দেওয়া হয় হাইকোর্টকে না জানিয়ে যেন তাঁকে হাসপাতাল থেকে না ছাড়া হয়। হাইকোর্ট এই মামলায় আরও জানায়, ভারভারার ১৫ দিনের চিকিৎসাজনিত সমস্ত খরচ বহন করতে হবে রাজ্য সরকারকেই। এছাড়াও হাসপাতালে ভর্তি করার সঙ্গে নিয়ম মেনে পরিবারের লোকেরা দেখাও করতে পারবেন তাঁর সঙ্গে।
Comments are closed.