Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মাদককাণ্ডে রিয়া চক্রবর্তীকে জামিন বম্বে হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা : প্রায় ১ মাস পর অবশেষে জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বুধবার সকালে বম্বে হাইকোর্টে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। তবে একই মামলায় অভিযুক্ত রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আর্জি খারিজ করেছে আদালত। গত ৮ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়াকে গ্রেফতার করে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেফতার করেত রিয়াকে পাঠানো হয় বাইকুল্লা জেলে।

- Sponsored -

বম্বে হাইকোর্ট এদিন ব্যক্তিগত ১ লক্ষ টাকার বন্ডে শর্ত সাপেক্ষে রিয়ার জামিন মঞ্জুর করেছে। তবে রিয়াকে আগামী ১০ দিন স্থানীয় থানায় হাজিরা দিতে হবে। এমনকী জমা করতে হবে পাসপোর্ট। পাশাপাশি গ্রেটার মুম্বইয়ের বাইরে যেতে হলে তদন্তকারী আধিকারিকের অনুমতি নিতে হবে তাঁকে। এছাড়া দেশের বাইরে যেতে গেলেও রিয়াকে অনুমতি নিতে হবে আদালতের। রিয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা করে বন্ডে এ দিন সুশান্তের দুই কর্মচারী দীপেশ সবন্ত এবং স্যামুয়েল মিরান্ডার জামিনও মঞ্জুর করেছে আদালত।

এর আগে বিশেষ এনডিপিএস (Narcotic Drug and Psychotropic Substances) আদালত রিয়া, শৌভিক-সহ ২০ জনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছিল। বিশেষ আদালতে প্রথমবার জামিনের আবেদন খারিজের পরই বম্বে হাইকোর্টে আবেদন করে রিয়া চক্রবর্তী। বম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করলেও ভাই শৌভিকের আবেদন নাকচ করেন। আপাতত তাই হেফাজতেই থাকতে হবে শৌভিককে।

রায় ঘোষণার পর রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, ‘রিয়া চক্রবর্তীকে জামিন দেওয়ার সিদ্ধান্তে আমরা খুবই খুশি। সত্যি এবং ন্যায়ের জয় হয়েছে। এই মামলায় আমাদের তরফে পেশ করা সব নথি গ্রহণ করেছেন বিচারপতি সারাং ভি কোতোয়াল। সত্যমেব জয়তে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.