Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভোরের মিষ্টি ঘুম ভাঙাবে ‘বগুরান জলপাই’ সৈকত

বেঙ্গল ফাস্ট : দিঘা, মন্দারমণির মতো জনবহুল নয়। একদম নিরিবিলি, নির্জন সৈকত। যেখানে ব্যালকনি থেকে সমুদ্র দর্শন নয়, বরং দিগন্তের রক্তিম সূর্যের দেখা মিলবে ঘরের দালানে বসেই। কাঁথি এক নম্বর ব্লকে সমুদ্র তীরে ছোট একটা গ্রাম বগুরান জলপাই। কলকাতা থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে। কাঁথি শহর থেকে ১২ কিমি দূরে আলদারপুট থেকে ডানদিকের রাস্তা ধরে বগুরান জলপাই গ্রাম। লাল কাঁকড়া এখানে অন্যতম আকর্ষণ।

কীভাবে যাবেন :
কাঁথি স্টেশনে নেমে অটো বা ছোটগাড়ি ধরতে হবে। কিংবা বাসে চাউলখোলা মোড়ে নেমে অটো নিয়ে আলদারপুট হয়ে ডানদিকের রাস্তা হয়ে বগুরান জলপাই। যাওয়ার পথেও দু’পাশে সবুজের সমারোহ আপনাকে প্রকৃতির নির্যাস দেবে। চোখ ও মন দু’টোই জুড়িয়ে যাবে তখনই। বেশ কিছুটা গিয়ে সরু রাস্তা বাঁক নিয়েছে বগুরানের পথে। ৪০ মিনিট মতো সময় লাগবে। অটোয় ৩০০ টাকা এবং গাড়িতে ৪০০ টাকার মতো পড়তে পারে।

- Sponsored -


কোথায় থাকবেন :
এখানে থাকবার একটাই আস্তানা, হোটেল সাগর নিরালা। ছিমছাম সুন্দর রিসর্ট। এখান থেকে কিছুটা পথ জঙ্গল হয়ে সমুদ্রে মিশেছে। আপনি চাইলে জঙ্গলের মধ্যেই তাবু বানিয়েও থাকতে পারেন। সাগর নিরালার যোগাযোগের নাম্বার : সুভাষ ভূঁইন ৯৪৩৪০১২২০০ (মালিক) এবং ৮০০১২৭৫৭৩৭ (ম্যানেজার)।

করোনা পরিস্থিতির এই ভয়াবহতা কাটিয়ে দিন দু’য়েকের মুক্তি চাইলে বগুরান জলপাই আপনার জন্য আদর্শ জায়গা হয়ে উঠতে পারে। যেখানে নির্জনতা আর সমুদ্রের গর্জন মাখামাখি। ভোরের মিষ্টি ঘুম ভাঙাবে দিগন্তের রক্তিম সূর্য। অবলীলায় ভুলে যেতে পারেন সমস্ত ক্লান্তি। শুধু বগুরান সৈকতই নয়, এর পূর্বদিকে ৩ কিমি গেলেই হরিপুর সৈকত। সেখানেই এককালে তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল। হরিপুর থেকে আরও ৩ কিমি গেলে পাবেন জুনপুট। একবার সেখানেও ঘুরে আসতে পারেন। ইচ্ছে করলে হরিপুর, জুনপুট ছাড়াও সমুদ্র সৈকত ধরে পূর্বদিক বরাবর হেঁটে ট্রেক করে গেলে চলে যাওয়া যায় গোপালপুর, ভোগপুর, বাঁকিপুট হয়ে সোজা পেটুয়াঘাট।

ছবি সৌজন্য : ইন্টারনেট

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


- sponsored -

Comments are closed.