উদ্ধার ৯ জন মৎস্যজীবীর দেহ, বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এখনও নিখোঁজ ১
মানালি মণ্ডল
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার। এখনও পর্যন্ত নিখোঁজ ১। বুধবার মাঝরাতে দুর্ঘটনাগ্রস্ত ট্রলার উদ্ধার করে ফ্রেজারগঞ্জের বালিয়াড়ায় নিয়ে আসা হলে উদ্ধারকাজ পরিদর্শনে রাতে ফ্রেজারগঞ্জে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সুন্দরবনের পুলিশ সুপার। মৎস্যজীবী পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।
বুধবার ভোরে হৈমবতী নামের ট্রলারটি মাছ ধরে ফেরার সময় রক্তেশ্বরী চরের কাছে ডুবে গিয়েছিল। এই ট্রলারে মোট ১২ জন মৎস্যজীবী ছিলেন। গুরুতর আহত অবস্থায় ২ জন মৎস্যজীবীকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন ১০ জন মৎস্যজীবী। তাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছিল। এখনও ১১ জন মৎস্যজীবীর খোঁজ পাওয়া গেলেও এখনও নিখোঁজ ১ জন। ইতিমধ্যেই ৯ মৎস্যজীবীর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
Comments are closed.