সেনেগাল উপকূলে নৌকাডুবি, মৃত কমপক্ষে ১৪০জন

নিজস্ব সংবাদদাতা : সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ১৪০ জন পরিযায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানান ইন্টারন্যাশনাল অফিস ফর মাইগ্রেশন (IOM)। জানা গিয়েছে, ২০০ জন পরিযায়ীকে নিয়ে একটি নৌকা এমবাউর থেকে স্পেনের ক্যানারি দ্বীপের উদ্দেশে যাওয়ার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সেনেগাল কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকার জ্বালানির ড্রাম থেকে নৌকাটিতে আগুন ধরে যায়। এরপরই সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে সেন্ট লুইতে নৌকাটি ডুবে যায়।
At least 140 people have drowned after a vessel sank off the Senegalese coast, the deadliest shipwreck recorded in 2020.
IOM is deeply saddened by this tragedy, which follows four shipwrecks recorded in the Central Mediterranean last week: https://t.co/Cz9zQU3dwi pic.twitter.com/Ee9XmQni87
— IOM – UN Migration 🇺🇳 (@UNmigration) October 29, 2020
IOM ট্যুইট করে জানিয়েছে, ‘১৪০ জনের মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। গত সপ্তাহেও ভূমধ্যসাগরে ঘটে এই দুর্ঘটনা।’ দুঃখ প্রকাশ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স প্রধান জোসেপ বোরেল ফন্টেলেস।
Comments are closed.