রক্তদানের ব্রতে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি
বেঙ্গল ফাস্ট : রাজ্যে যখন প্রতিদিনই করোনা তার সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে চলেছে, এই রকম আবহে ‘রাজা সুবোধ মল্লিক স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি’র পক্ষ থেকে নেওয়া হল রক্তদান শিবিরের বিশেষ উদ্যোগ।
রবিবার ২৬ জুলাই সুবোধ মল্লিক স্কোয়ারে আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবিরের।সকাল ১০টা থেকে শুরু হয় এই শিবির। শিবিরে রক্তদানের জন্য এগিয়ে আসেন এলাকার মানুষজন। পাশাপাশি রক্তদান করেন পুজো কমিটির অর্গানাইজিং সেক্রেটারি সৌভিক পণ্ডিত-সহ বহু সদস্যবৃন্দ।
এদিনের রক্তদান অনুষ্ঠানে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বিশেষ সর্তকতা ছিল এই শিবির পরিচালনার ক্ষেত্রে। এলাকাবাসীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনেও এই ধরনের উদ্যোগে পাশে সব সময় থাকবেন বলে জানিয়েছন এলাকাবাসীরা। এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন তৃণমুল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম বক্সী, সঞ্চিতা মণ্ডল, ইন্দ্রনীল কুমারের মতো বিশিষ্ট নেত্রীবর্গ।
Comments are closed.