শারদ উৎসবের প্রস্তুতিতে হলদিয়ায় খুঁটি পুজো ও রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা : খুঁটি পুজো উপলক্ষে রক্তদান শিবির হল হলদিয়ায়। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চৈতন্যপুর নিউ স্টার ক্লাবের উদ্যোগে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজো ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিনের শিবিরে ৭০জন রক্তদাতা রক্তদান করেন। ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। অতিমারীর ফলে নিউ স্টারের পুজো এবারে সাবেকি ভাবে হবে। খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা, হলদিয়া পৌরসভার পৌরপিতা শ্যামল কুমার আদক, পৌর পারিষদ সত্যব্রত দাস, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মকর্তা আনন্দময় অধিকারী প্রমুখ।
ক্লাবের সম্পাদক গৌতম হাজরা বলেন, করোনা মহামারীর কথা মাথায় রেখে সমস্ত বিধিনিষেধ মেনে এবারের পুজোর আয়োজন করা হচ্ছে। থিম পুজোর বদলে সাবেকি ভাবে পুজো হবে এবং এই করোনা আবহে যাঁদের একেবারেই রুজি রোজগার নেই, তাদের দিয়েই মণ্ডপ ও প্রতিমা তৈরি করা হবে।
Comments are closed.